সংকট-সম্ভাবনার এক বছর পেরিয়ে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
গত এক বছর নানা সংকট ও সম্ভাবনার মধ্য দিয়ে অতিক্রম করেছে বাংলাদেশ। “এই সময়কাল আমাদের দুঃখ দিয়েছে, আবার আশার আলোও দেখিয়েছে”—মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
ভাষণে তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে মাইলস্টোন কলেজ এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে আমরা অনেক প্রাণ হারিয়েছি, আহত হয়েছেন অনেকেই। এই মর্মান্তিক দুর্ঘটনা জাতিকে শোকস্তব্ধ করেছে। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান সিঙ্গাপুর, চীন, ভারতসহ বিদেশি চিকিৎসক ও নার্সদের, যারা আহতদের চিকিৎসায় অক্লান্ত পরিশ্রম করছেন। পাশাপাশি, যেসব সাধারণ মানুষ রক্তদান ও স্বেচ্ছাসেবায় অংশ নিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।
ভাষণে ড. ইউনূস জুলাই গণ-অভ্যুত্থান দিবস প্রসঙ্গে বলেন, “গত বছরের ৫ আগস্ট ছিল বাংলাদেশের ইতিহাসে একটি মোড় ঘোরানো দিন। দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে এ দিনে পূর্ণতা পায় গণ-অভ্যুত্থান।”
তিনি বলেন, “সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের বিরুদ্ধে শুরু হওয়া ছাত্রদের আন্দোলন এক সময় দাবানলে রূপ নেয়। গুলিবর্ষণ, নিপীড়ন, এবং হত্যাকাণ্ডের মধ্যেও ছাত্র-শ্রমিক-জনতা পিছিয়ে যায়নি। সম্মুখভাগে ছিলেন আমাদের নারীরা। তাঁদের আত্মত্যাগেই এসেছে মুক্তি।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাইয়ের শহীদদের। যারা আহত হয়েছেন, পঙ্গু হয়ে গেছেন, কিংবা চিরতরে দৃষ্টি হারিয়েছেন—তাদের প্রতিও জাতির পক্ষ থেকে রইল অশেষ কৃতজ্ঞতা।