–সাবা সিদ্দিকা সুপ্ত
একাত্তরের উদ্দীপ্ত কন্ঠযোদ্ধা আব্দুল জব্বার আজ ৩০ আগস্ট ২০১৭ সকাল সাড়ে ন’টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। নয় মাসের যুদ্ধচলাকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের গানের মাধ্যমে অনুপ্রেরণা দেওয়া সেই আব্দুল জব্বার আজ আর নেই। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর।
আব্দুল জব্বার তাঁর ‘সালাম সালাম হাজার সালাম’ ও ‘সাড়ে সাত কোটি মানুষের আজ একটি নাম’ গানের মাধ্যমে যেমন মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যুগিয়েছেন, তেমনি কেড়ে নিয়েছেন হাজারো ভক্তের সংগীত সিক্ত হৃদয়। তিনি মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান রেখে বিশ্বদরবারে বাংলাদেশের নামে স্বর্ণাক্ষরে ইতিহাস রচনা করে গেছেন।
আব্দুল জব্বার তাঁর অপূর্ব কন্ঠশৈলীর মাধ্যমে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ১৯৫৮ সালে কণ্ঠশিল্পী হিসেবে কাজ করার সুযোগ পান। তিনি একুশে পদক (১৯৮০), স্বাধীনতা পদক (১৯৯৬) সহ আরো নানা পদকে ভূষিত হন।
তাঁর মতো অনন্য কন্ঠসৈনিকের মৃত্যুর মাধ্যমে বাঙালী জাতি আরেক কিংবদন্তীকে হারাল। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ গভীর শোক প্রকাশ করেন।