বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তিন সিটিতেই আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে কাজ করে যাচ্ছে। আজ শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘যে দেশে আইনের শাসন নেই, সে দেশে আইনপ্রয়োগকারী বাহিনীকে ভোটারদের সঙ্গে নয়, বরং সরকারের সঙ্গেই তাল মিলিয়ে চলতে হয়। সুতরাং আগামী নির্বাচনগুলো কোন রং ও রূপে আত্মপ্রকাশ করবে, তা এখনই খুব সহজে অনুমান করা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর মামলা হামলার হুমকির মুখে নেতাকর্মীদের সিটি করপোরেশন নিজ এলাকার বাইরে অন্যত্র পালিয়ে বেড়াতে হচ্ছে। আর গ্রেপ্তারের হিড়িক তো চলছেই।’
নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, ‘বিনা ওয়ারেন্টে কাউকে গ্রেপ্তার করা যাবে না—এমন নির্দেশনা থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি), সরকারের হুমকির মুখে প্রতিরোধহীন আত্মসমর্পণ। খুলনা ও গাজীপুরে অনুসৃত নীতি বাস্তবায়ন করছেন প্রধান নির্বাচন কমিশনার। এই ইসির অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’