-সালমান সাদ
গাহি সাম্যের গান –
মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান!
-কাজী নজরুল ইসলাম
আজ ১০ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। জাতিসংঘের নির্দেশনায় ১৯৪৮ সাল থেকে বিশ্বের দেশে দেশে পালিত হয়ে আসছে এই দিবসটি। সার্বজনীন মানবাধিকার সংক্রান্ত ঘোষণাকে বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখটি নির্ধারন করা হয়। সবার জন্য মানবাধিকারের ঘোষণা
২য় বিশ্বযুদ্ধের পর নবরুপে গঠিত জাতিসংঘের একটি বিশেষ অর্জন বলে ধরা হয়।
এদিনে মানবাধিকার বিষয়ে সভাসমাবেশ, বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান, তথ্যচিত্র প্রদর্শনী ইত্যাদি কর্মশালা পরিচালিত হয়। এছাড়া শান্তিতে নোবেল পুরস্কারও এদিনে দেয়া হয়।
বিশ্বের অনন্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস।
এদিবস উপলক্ষ্যে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্টপতি মো.আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।
আজকের মানবাধিকার দিবসের মূল শ্লোগান হলো, ‘চলুন সমতা, ন্যায় বিচার এবং মানুষের মর্যাদার জন্য দাঁড়াই।
‘অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারলেই নিশ্চিত হবে মানবাধিকার। পৃথিবীর সকল দেশের প্রতিটি মানুষের অধিকার সুরক্ষিত হবে এই হোক আমাদের আজকের প্রত্যাশা।
মানবাধিকার ফিরে পাক রোহিঙ্গারা!
মানবতা ফিরে আসুক ফিলিস্তিনে!