আনিস মিয়া
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কুর্শিপাড়া গ্রামের আবু তাহেরের অদম্য ৮ম শ্রেণীর মেধাবী মেয়ে তানজিল সারাক্ষণ সারা বাড়ী উৎসব মুখরিত রাখতো যে মেয়েটি, সে বর্তমানে প্রতি মুহূর্তে মৃত্যুর সাথে যুদ্ধ করে সময় কাটাচ্ছে ঢাকা অ্যাপেলো হসপিটালে হেমাটোলজী বিভাগের নার্সেস কেবিনে। সে ভুগছে মরনপন ব্লাড ক্যান্সারে। হাস্যজ্বল এই মুখটিতে কয়েকদিন আগে হঠাৎই পড়ে যায় মলীনতার ছাঁপ। চিকিৎসকরা বলছেন তানজিলকে বাঁচাতে অনেক টাকার প্রয়োজন যা তার পরিবারের পক্ষে সম্ভব নয়। তার দ্রুত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৩০/৩৫ লাখ টাকা। যা তার ফ্যামিলির পক্ষে ম্যানেজ করা অসম্ভব বিষয়।তাই আমাদের সামান্য সাহায্যের হাত প্রসারিতল করি তাহলে হাসি ফুটবে তানজিলের মুখে ও মা,বারার মুখে।