আগামী মঙ্গলবার, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ উপলক্ষে ব্যাংকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেবা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
চলতি মাসের শুরুতে সরকার প্রতিবছর ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় এবং দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
যেসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে:
১. ব্যাংকিং সেবা:
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ৫ আগস্ট দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। সেদিন সরাসরি লেনদেন, চেক ক্লিয়ারিং ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রম স্থগিত থাকবে। তবে গ্রাহকরা এটিএম, ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং সেবাগুলো ব্যবহার করতে পারবেন।
২. আর্থিক প্রতিষ্ঠান:
সেদিন সব ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান যেমন—লিজিং কোম্পানি, কনজুমার ফাইন্যান্স, মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান ইত্যাদিও বন্ধ থাকবে।
৩. শেয়ারবাজার:
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (BSEC) নির্দেশনা অনুযায়ী, ৫ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE)-এ কোনো শেয়ার লেনদেন হবে না।
৪. অন্যান্য দপ্তর:
সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ছুটির আওতায় থাকবে। তবে কিছু বেসরকারি প্রতিষ্ঠান নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী খোলা বা বন্ধ রাখতে পারে।