জুলাই আন্দোলনের ঘোষণাপত্র ৫ আগস্টের আগেই প্রকাশিত হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, ঘোষণার দিন ও সময় আজকেই চূড়ান্ত হতে পারে।
শনিবার (২ আগস্ট) সকালে শহীদ মিনারে তথ্য মন্ত্রণালয় আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানের র্যালি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জুলাই সনদ ও ঘোষণাপত্রের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করে মাহফুজ আলম জানান, সনদ হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তৈরি হওয়া একটি চূড়ান্ত নথি, যেখানে জনগণ জানতে পারবে—কোন দল কোন বিষয়ে একমত বা দ্বিমত পোষণ করেছে। এটি একটি সম্মিলিত সিদ্ধান্ত। তিনি জানান, এই সনদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এবং খুব শিগগিরই তা জনসম্মুখে প্রকাশ করা হবে।
অন্যদিকে, জুলাই ঘোষণাপত্র সম্পর্কে তিনি বলেন, “এটি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার একটি দালিলিক দলিল। ৫ আগস্টে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটার প্রামাণ্য দলিল হিসেবে এটি থাকবে।” তবে এতে সব রাজনৈতিক দলের স্বাক্ষর থাকবে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি তিনি।
মাহফুজ আলম আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক পর্বে প্রবেশ করেছে। তবে গত এক বছরে দেশের মানুষের ভাগ্য পুরোপুরি বদলানো সম্ভব হয়নি।