এ বছর ২৫ জন রোভার স্কাউটকে সরকারি খরচে হজে পাঠানোর ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। মঙ্গলবার (১০জুলাই) বিকালে রাজধানীর আশকোনা হজক্যাম্পে হজযাত্রীদের জন্য রোভার স্কাউটস সেবাদান কার্যক্রম উদ্বোধনকালে মন্ত্রী এ ঘোষণা দেন।
সেবাদান কার্যক্রম উদ্বোধনকালে রোভার স্কাউটসদের উদ্দেশে মন্ত্রী বলেন, হজযাত্রীরা আল্লাহর ঘরের মেহমান। তাদের সেবাদানের জন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। ইতোমধ্যে হজযাত্রীরা হজ অফিসে আসতে শুরু করেছেন।
এ সময় হজ অফিসে আল্লাহর ঘরের মেহমানদেরকে সর্বোচ্চ সতকর্তা ও আন্তরিকতার সঙ্গে সেবা প্রদানের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, হজ ক্যাম্পে দুই শতাধিক রোভার স্কাউট ক্যাম্পে আগত হজযাত্রীদের অভ্যর্থনা জানানোর মাধ্যমে ডরমেটরিতে পৌঁছে দেওয়াসহ বিভিন্ন কাজে সহায়তা করছেন। গত বছর তাদের কাজে হাজীরা সন্তুষ্ট হন। এ খবর শুনে ধর্মমন্ত্রী তাদের মধ্যে থেকে ১৫ জনকে সরকারি খরচে হজে পাঠান। সেখানেও তারা আরাফাত ও মুজদালিফাসহ বিভিন্ন স্থানে হজযাত্রীদের সেবাদান করেন।
মঙ্গলবার সেবাদান কার্যক্রম উদ্বোধনকালে রোভার স্কাউটরা এ বছর ২৫ জনকে হজে পাঠানোর অনুরোধ জানালে ধর্মমন্ত্রী তাদের নিরাশ করেননি। তবে রোভার স্কাউটসের শীর্ষ কর্মকর্তাদের বিবেচনায় যারা সেরা সেবক হিসেবে বিবেচিত হবেন তারা আল্লাহর ঘর দর্শন ও পবিত্র হজ করার সুযোগ পাবেন বলে মন্ত্রী জানান।