দেশজুড়ে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময় এই রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে ৩৯৫ জন রোগী।
রোববার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিভাগ ও অঞ্চলের ভিত্তিতে ভর্তি রোগীর সংখ্যা নিম্নরূপ:
ঢাকা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ৬৯ জন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন: ৩৪ জন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন: ৫০ জন
চট্টগ্রাম বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ৬১ জন
বরিশাল বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ৫৮ জন
খুলনা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ৫৬ জন
রাজশাহী বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ৪৮ জন
রংপুর বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ৯ জন
ময়মনসিংহ বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ৬ জন
সিলেট বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ৪ জন
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৯৩ জন ডেঙ্গু রোগী। এতে বোঝা যায়, আক্রান্তের চেয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা তুলনামূলক বেশি।
চলতি বছরের ডেঙ্গু চিত্র:
মোট আক্রান্ত: ২২,০৬৫ জন
পুরুষ রোগী: ৫৮.৭%
নারী রোগী: ৪১.৩%
মোট মৃত্যু: ৮৬ জন
হাসপাতাল থেকে ছাড়পত্রপ্রাপ্ত রোগী: ২০,৭৪৪ জন
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্তদের অধিকাংশই সিটি কর্পোরেশন এলাকার বাইরের বাসিন্দা হলেও ঢাকার দুটি সিটি কর্পোরেশন এলাকাতেও আক্রান্তের হার উদ্বেগজনক।
স্বাস্থ্য অধিদপ্তর নাগরিকদের সতর্ক থাকতে এবং সময়মতো চিকিৎসা নিতে আহ্বান জানিয়েছে। বিশেষ করে বাসা-বাড়ি, স্কুল-কলেজ এবং অফিস এলাকায় জমে থাকা পানি অপসারণ, ফুলদানি বা ফ্রিজের ট্রে নিয়মিত পরিষ্কার করা এবং দিনে ও রাতে মশারি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
ফেসবুক পোস্ট ক্যাপশন (প্রফেশনাল):
সতর্ক হোন, ডেঙ্গু পরিস্থিতি আবারও ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৯৫ জন।
চলতি বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২২ হাজারেরও বেশি মানুষ, মৃত্যুর সংখ্যা ৮৬।
স্বাস্থ্য অধিদপ্তর নাগরিকদের বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে এবং নিয়মিত চিকিৎসা নিতে আহ্বান জানিয়েছে।