আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করে বন্দরনগরী চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন উত্তর শুলকবহরস্থ সামাজিক সংগঠন ইয়ং জেনারেশন অফ চিটাগাং। সংগঠনের সভাপতি মোঃ মাসুম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকিল চৌধুরীর রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে উক্ত হেলথ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
ইয়ং জেনারেশন অফ চিটাগাং’র আয়োজনে ও অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজি ব্লাড ব্যাংকের সার্বিক সহযোগিতায় এই হেলথ ক্যাম্পে বিনামূল্যে প্রায় ৩৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় ও ১০০ জনের ডায়াবেটিস পরীক্ষা করা হয়।