সৌদি আরবের সঙ্গে বাংলাদেশ নতুন একটি চুক্তি করতে যাচ্ছে, যা ভারত-পাকিস্তানের সঙ্গেও নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’-এর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
চুক্তিটি বাস্তবায়িত হলে সৌদি প্রবাসী বাংলাদেশিরা অতিরিক্ত সুযোগ-সুবিধা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিদেশে যেতে আগ্রহীদের উদ্দেশে আসিফ নজরুল বলেন, “অনিশ্চিত জীবনের ঝুঁকি না নিয়ে ভালোভাবে যাচাই-বাছাই করে বিদেশে যান। অর্থ থাকলে দেশে থেকেই ব্যবসা করা ভালো।”
দেশের ভাবমূর্তি রক্ষার তাগিদ দিয়ে তিনি বলেন, “বিদেশে অবস্থানরতরা যেন এমন কোনো আচরণ না করেন, যা বাংলাদেশের সম্মান ক্ষুণ্ন করে।”
তিনি আরও জানান, সরকার বিদায়ের আগে প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণসহ বেশ কিছু উদ্যোগ বাস্তবায়নে আগ্রহী।
রেমিট্যান্স প্রসঙ্গে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩০,২২৫ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২৬.৮০ শতাংশ বেশি। ইতিহাসে এক অর্থবছরে এটিই সর্বোচ্চ প্রবাসী আয়।
গণতন্ত্রের জন্য আন্দোলনে অংশ নেওয়া শহীদদের উৎসর্গ করে প্রবাসীরা বেশি করে রেমিট্যান্স পাঠাচ্ছেন বলেও উল্লেখ করা হয়। বিশ্ব রেমিট্যান্স র্যাংকিংয়ে বাংলাদেশ ২০২৪ সালে সপ্তম স্থানে ছিল।