সাহিত্য ডেস্ক-
কাজুও ইশিগুরো এর নোবেল পাওয়ার পর সুইডিশ একাডেমির প্রেস রিলিজে বলা হয়, কাজুও ইশিগুরো এমন একজন লেখক যার মহৎ আবেগীয় শক্তির উপন্যাসগুলোতে পৃথিবীর সঙ্গে আমাদের কাল্পনিক সংযোগের নিচের অতল গহ্বর আবিষ্কার করেছেন।
কাজুও ইশিগুরো ২০১৭ সালে সাহিত্যে নোবেল বিজয়ী। তিনি একজন জাপান বংশদ্ভূত ব্রিটিশ সাহিত্যিক। ইশিগুরো এখন পর্যন্ত ৮টি বই লিখেছেন যা এখন পর্যন্ত ৪০টি ভাষায় অনুদিত হয়েছে। তার বিখ্যাত উপন্যাস ‘দ্য রিমেইনস অব দ্য ডে’ ও ‘নেভার লেট মি গো’ অবলম্বনে জনপ্রিয় সিনেমা নির্মিত হয়েছে। সাহিত্যে নোবেল পাবার পর তার প্রতিক্রিয়া ছিল, “আমি অবাক হয়েছি, হতবিহ্বল হয়ে পড়েছি। এটা অবশ্যই দারুণ সম্মানের বিষয়, এমন পুরস্কার জয় করা মানে বড় বড় লেখকদের পাশে আমাকে দাঁড় করানো।যারা বিশ্বজুড়ে দামী লেখক, তাদের কাতারে আমাকে রাখা হচ্ছে- এটা অবশ্যই অনেক প্রশংসনীয়।”
৬২ বছরের কাজুও ইশিগুরো জাপানের নাগাসাকিতে জন্মগ্রহণ করেন। তাঁকে ৫ অক্টোবর তাঁর সাহিত্যকর্মের কারনে নোবেল দেয়া হয়।
–ফিদা আল মুগনি