সারাদেশে ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হচ্ছে, মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহা । ইসলাম ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় দু’টো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি হলো এটি, চলতি কথনে এই উৎসবটি কুরবানির ঈদ নামেও পরিচিত। ঈদুল আযহা মূলত আরবী বাক্যাংশ, এর অর্থ হলো ‘ত্যাগের উৎসব’. এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হল ত্যাগ করা।
সকাল আটটায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত শুরু হয়। দেশের প্রধান এ ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ এহসানুল হক।
সারাদেশে ঈদের নামাজ আদায় শেষে মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানেরা সামর্থ্য অনুয়ায়ী নিজ নিজ পশু আল্লাহর নামে কোরবানি করেছেন।