গাজীপুরের মৌচাকে শুরু হয়েছে ৬দিন ব্যাপী ৯ম জাতীয় কাব ক্যাম্পুরী।
বাংলাদেশ স্কাউটসের আয়োজনে ক্যাম্পুুরীতে সারাদেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও মুক্ত স্কাউট গ্রুপের ৬ থেকে ১১বছর বয়সী ৬ হাজার শিক্ষার্থী এছাড়া আরো প্রায় ৩ হাজার কর্মকর্তা, বয়ষ্ক নেতা ও স্বেচ্ছাসেবক অংশ গ্রহণ করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (প্রচার, প্রকাশনা, জনসংযোগ ও মার্কেটিং) সারোয়ার মোহাম্মদ শাহরিয়ার।
’কাবিং করবো, শান্তির বার্তা আনবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের সবুজ অরন্যে আয়োজিত সমাবেশে অংশগ্রহণকারী শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য থাকবে কাব কার্নিভাল,তাঁবু জলসা, তাঁবু কলা, অভিযানের মত নানা কর্মসূচি।
আজ ২০ জানুয়ারি মহামান্য রাষ্ট্রপতি ও চিফ স্কাউট মোঃ আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে ৯ম জাতীয় কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন করবেন। এছাড়াও ক্যাম্পুরীর বিভিন্ন অনুষ্ঠানে মন্ত্রী,সচিবসহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।