ইশতিয়াক আহমেদ
কৃমির আক্রমণ শিশু অপুষ্টির অন্যতম কারণ। কৃমি মানুষের খাদ্যনালী থেকে রক্ত শোষণ করে,ফলে শিশুরা রক্তশূন্যতা ও অপুষ্টিতে ভোগে। এমনকি কৃমির খুব বেশি সংক্রমণে শিশুর মৃত্যুও হতে পারে। তাই ভবিষ্যৎ নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার বছরে দুই দফা বিনামূল্যে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর কার্যক্রম চালু করেছে।
৪-৯ ও ১৬-২৩ নভেম্বর জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে ৫-১৬ বছর বয়সী সকল শিশুকে বিদ্যালয়ে উপস্থিতির মাধ্যমে বিনামূল্যে ১ ডোজ কৃমি নাশক ওষুধ খাওয়ানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের সকল প্রাথমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা, মক্তব, এতিমখানা ও উপানুষ্ঠানিক বিদ্যালয়ে এ কার্যক্রম চলবে। বিদ্যালয়বহির্ভূত সকল শিশুকেও বিনামূল্যে ওষুধ খাওয়ানো হবে।