ইভান পাল
গতকাল ২রা জুন আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবের লায়ন্স জেলা ৩১৫ বি~৪ এর অধীনস্থ লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর উদ্যোগে এতিম ছাত্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
গতকাল ছিলো ১৭ ই রমজান,১৪৩৯ হিজরী সাল।লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী, লায়ন্স জেলা ৩১৫ বি~৪ এর একটি ঐতিহ্য মন্ডিত সেবামমূলক সংগঠন। একটা সেবামূলক বছরের প্রতিটি মাসেই এই সংগঠন টি মানুষ কে বিভিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছে।
গতকাল বন্দরনগরী চট্টগ্রামের মাদারবাড়ি এলাকার বায়তুছ সালাত মসজিদ লেইন, মাঝিরঘাট এলাকায় অবস্থিত হাফেজিয়া এতিমখানা ও মাদ্রাসায় লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর উদ্যোগে এতিম ছাত্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ক্লাব উপদেষ্টা লায়ন আসেদা জালাল এমজেএফ, লায়ন মোহাম্মদ মুসা (সেক্রেটারি)।
এসময় আরো উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী থেকে লিও মোঃ নজরুল ইসলাম (ভাইস প্রেসিডেন্ট) , লিও সৈয়দ মোঃ আলমগির ( জয়েন্ট সেক্রেটারি ), লিও মোঃ তানভীর খান, লিও ইভান পাল সহ আরো অনেকে।