ইভান পাল
গত ১৬ই মে বুধবার বন্দর নগরী চট্টগ্রামের প্রাণ কেন্দ্র ওয়াসার মোড়ে অবস্থিত স্বনামধন্য প্রতিষ্ঠান থার্ড আই তে রোটারী আন্তর্জাতিক জেলা- ৩২৮২, বাংলাদেশ এর অধীনে রোটারী ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল এর অধীনস্থ ক্লাব রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল টাউন এর ২০১৮-১৯ রোটাবর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে।
রোটারি ক্লাব হচ্ছে মূলত: ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে উঠা বিশ্বব্যাপী একটি আন্তর্জাতিক সেবামূলক সংগঠন। মানবসেবাই এই সংগঠনটির মূল কাজ।
পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে এই সংগঠনটি তার কার্যক্রম পরিচালনা করে আসছে।
তো, গত ১৬ই মে এই আন্তর্জাতিক সেবামূলক সংগঠনটি রোটারী আন্তর্জাতিক জেলা- ৩২৮২, বাংলাদেশ এর অধীনে রোটারী ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল এর অধীনস্থ ক্লাব রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল টাউন তাদের ২০১৮-১৯ রোটাবর্ষের জন্য কমিটি ঘোষণা করে।
আর রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল টাউন এর এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন— রোটার্যাক্টর মুহান্মদ ইব্রাহিম বকর চৌধুরী এবং সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন— রোটার্যাক্টর বজলুর রহমান। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন–রোটার্যাক্টর রাশেদুল ইসলাম।
এছাড়াও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন– রোটার্যাক্টর আনিস আজাদ এবং রোটার্যাক্টর ইকবাল হোসেন চৌধুরী।
সহ সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন– রোটার্যাক্টর মঈন উদ্দিন মামুন, রোটার্যাক্টর পেয়ারুল ইসলাম এবং রোটার্যাক্টর হাসান আলি।
সহ – কোষাধ্যক্ষ পদের জন্য নির্বাচিত হয়েছেন— রোটার্যাক্টর তানভীরুল ইসলাম এবং রোটার্যাক্টর তানভীর হোসেন। আর ক্লাব সেবা পরিচালক পদটির দায়িত্ব পেয়েছেন— রোটার্যাক্টর মোহান্মদ ইস্তিয়াক হাসান, পেশা উন্নয়ন পরিচালক এর দায়িত্ব পেয়েছেন— রোটার্যাক্টর মৃদুল ইসলাম ,সমাজ সেবা পরিচালক পদের দায়িত্ব পেয়েছেন– রোটার্যাক্টর ইভান পাল, আন্তর্জাতিক সেবা পরিচালকের পদের জন্য নির্বাচিত হয়েছেন — রোটার্যাক্টর আসিফ আজাদ। আর অর্থ সেবা পরিচালক পদের জন্য রোটার্যাক্টর মোহান্মদ নাফিজ ইমতিয়াজ কে নির্বাচিত করা হয়েছে। সার্জেন্ট এট আর্মস এর পদ পেয়েছেন– রোটার্যাক্টর রওশন আক্তার হীরা। আর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রোটার্যাক্টর দীপ্ত বিশ্বাস।
বিকেল ৪টা নাগাদ বন্দর নগরী চট্টগ্রামের প্রাণ কেন্দ্র ওয়াসার মোড়স্থ স্বনামধন্য প্রতিষ্ঠান থার্ড আইতে এক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠান টিতে উপস্থিত ছিলেন — রোটারী ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের বর্তমান সভাপতি (২০১৭-১৮) রোটারীয়ান মো. এরশাদ চৌধুরী এম.পি.এইচ.এফ, আর.সি.সি. রোটারীয়ান পিপি মোহাম্মদ নাসির উদ্দিন পি.এইচ.এফ., রোটারীয়ান পিপি জাহাঙ্গীর আলম জিম পি.এইচ.এফ., রোটারীয়ান এস.এ. শাহেদ, রোটারীয়ান এডভোকেট শওকত আউয়াল চৌধুরী পি.এইচ.এফ., রোটারীয়ান মো. সাইফুল আলম।
রোটার্যাক্টর মোহান্মদ ইলিয়াস, রোটার্যাক্টর আজাদ ইনতিসার দুল্যোক, রোটার্যাক্টর সুমাইয়া আক্তার সুমি সহ আরো অনেকেই এই অনুষ্ঠান টিতে উপস্থিত ছিলেন।