ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ বিগত চার বছর জাতীয় ভাষা উৎসব আয়োজন করে আসছে। এইবারও বিগত চার বছরের মত আগামী ২৬ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত “তিন দিন ব্যাপী “আরএলসি-পেট্রোম্যাক্স এলপিজি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ফেস্টিভাল 2018” আয়োজন করতে যাচ্ছে। এই উৎসব মূলত রেমিয়ান্স ল্যাঙ্গুয়েজ ক্লাব(আরএলসি) সংগঠন দ্বারা পরিচালিত।
প্রতিযোগী হিসেবে বাংলাদেশের প্রায় দেড়শত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে। যেখানে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনের অনেক বিখ্যাত এবং সুপরিচিত ব্যক্তিত্বকে এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও বিচারক হিসেবে থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশের এইসময়কার নান্দনিক কথাসাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলন।
এই উৎসব সম্পর্কে জানতে চাইলে আরএলসি সংগঠনের প্রেসিডেন্ট নিলয় রয় চ্যানেল আগামীকে বলেন, “এবার আমরা পঞ্চমবারের মত জাতীয় ভাষা উৎসব আয়োজন করতে যাচ্ছি। যেখানে ছাত্রছাত্রীদের জন্য পচিঁশটিরও বেশি ভাষাভিত্তিক ইভেন্টের ব্যবস্থা করতেছে। এছাড়া গেমিং প্রতিযোগিতা, ফটোগ্রাফিসহ আরো অনেক মজাদার প্রতিযোগিতা থাকবে এই উৎসবে।” তিনি আরো বলেন, “এবার প্রথমবারের মত ত্রিশটি স্টল সহ একটি বই মেলা থাকবে।”
প্রতিবছর উৎসবের স্মারক হিসেবে ভিন্নধারার একটি বার্ষিক পত্রিকা বের করে। এই বছর পঞ্চম সংস্করণটি বের করবে। যার নাম “ধ্বনি”। এই পত্রিকাতে দেশের সম্মানিত ব্যক্তিদের সাক্ষাৎকার এবং ভাষা নিয়ে লেখা প্রকাশ করা হয়। এছাড়া সংগঠনের ভাষা ও সাহিত্যে নিয়ে বিগত বছরের কৃতিত্ব তুলে ধরা হয়। চ্যানেল আগামী এই অনুষ্ঠানের অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে কাজ করবে।