রাজধানী সহ সারাদেশে পশু কোরবানি শেষ,এখন চলছে চামড়া কেনাবেচা। রাজধানী সহ সারাদেশে চামড়ার পাইকারি বাজার ও পোস্তার আড়তগুলোতে এখন চলছে কাঁচা চামড়া বেচাকেনার ধুম। বুধবার দুপুরে যারা চামড়া নিয়ে এসেছেন তারা একটু দামেই বিক্রি করেছেন।
এ বছর চামড়ার দাম অনেক কম, বড় আকারের একটা চামড়া ১২০০-১৫০০ টাকায় পাওয়া যাচ্ছে।
ব্যবসায়ীরা জানান,বুধবার সকালে বেশ ভাল দাম পেয়েছি, দামের কোন ঠিক নাই চামড়া ৯০০-১২০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।