আনিস মিয়া
ময়মনসিংহ ইউনিয়ন পরিষদের সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে এক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ জুলাই ২০১৭, বুধবার সকাল ১১ টায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ময়মনসিংহ সদর কতৃক আয়োজনে এই অধিপরামর্শ সভাটি অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি শরীফুজ্জামান পরাগ এর সভাপতিত্বে অধিপরামর্শ সভায় সনাক সদস্য শরীফুজ্জামান টিটুর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো: হারুণ-অর-রশীদ, উপ-পরিচালক, স্থানীয় সরকার, ময়মনসিংহ এবং বিশেষ অতিথি জনাব সেলিম আহমদ, উপজেলা নির্বাহী অফিসার ময়মনসিংহ সদর এবং মীর গোলাম মোস্তফা সহ: সভাপতি, সচেতন নাগরিক কমিটি-সনাক ময়মনসিংহ, তসলিম উদ্দিন আহমেদ, সদস্য, সচেতন নাগরিক কমিটি – সনাক ময়মনসিংহ ও টিআইবির কর্মকর্তা বৃন্দ। উক্ত সভায় বক্তারা, স্থানীয় অবস্থা, সমস্যা ও করণীয়, সামাজিক নিরাপত্তা (ভিজিডি, মাতৃত্বকালীন, প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ভাতা) কর্মসূচির আওতাভুক্ত সুবিধাভোগীদের সঠিক প্রক্রিয়া নির্বাচন করা, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার কথা উল্লেখ করেন। তাছাড়া কিছু সীমাবদ্ধতা থাকা স্বত্বেও স্থানীয় পর্যায়ে উন্নয়নের ধারা অব্যহত থাকবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা রাখেন।