মুক্তিযোদ্ধাদের কোটার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতামত জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সোমবার (২০ আগস্ট/২০১৮ বিকেলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এসে তারা মতামত নিয়ে যান।
পরে মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের কোটার বিষয়ে আদালতের রায় নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসে মতামত–সংবলিত প্রতিবেদন নিয়ে গেছেন।
আমি ওই বিষয়ে মতামত তুলে ধরেছি, এখন কি হবে তা সরকারের সিদ্ধান্ত।’ তবে মতামতে কি বলা হয়েছে তা বলতে অপারগতা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল।