Saturday, July 26, 2025
26.3 C
Dhaka

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ জামাতের মধ্যে একটি সংকট দেখা দিয়েছে। আর এই সংকট সাম্প্রতিই আরো ভয়ানক রূপ ধারন করে মহাসংকটে পরিনত হয়েছে।

কয়েক বছর আগ থেকেই মাও সা’দ সাহেব ইসলাম ও উলামাদের বিরোধীতা করে কোরআন ও হাদীসের অপব্যখ্যা দিয়ে ভ্রান্ত আকিদা পোষন করে কিছু বিভ্রান্তিমুলক বক্তব্য দিয়ে বেড়াচ্ছিলেন। তিনি এমন কিছু মনগড়া তাফসীর আর ফতুয়া দিয়ে সাধারন জনগণের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করছেন, যা ইতিপূর্বের মুফতী আর মুফাস্সিরগণের পূর্ণ বিপরীত। ইমান ও আকিদার পরিপন্থী এবং কোরআন ও হাদীসের সপূর্ণ বিরোধী। তিনি কেবল সাহাবীই নয় স্বয়ং খোদা তায়ালা সম্পর্কেও মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছিলেন।

ওলামায়ে দেওবন্দ তার এই সকল উক্তি ও আকিদাগুলো থেকে ফিরে আসার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি সকলের সাথে বিরোধীতা করে নিজেকে সঠিকই প্রমান করতে হক পথে আছেন এই বলে বক্তব্য দিয়ে যাচ্ছিলেন। ফলে, তার সাথে উলামায়ে দেওবন্দ ও তার উস্তাদ ও উস্তাদসমতুল্য নিযামুদ্দিন মারকাযের প্রধান মুরব্বি ও সূরার সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দেয় এবং তাদের মাঝে বেশ দুরত্বের সৃষ্টি হয়। তাকে বারবার বুঝিয়েও সঠিক পথে না আনতে পারায় দিল্লির নিযামদ্দিন থেকে সূরার অন্য মুরব্বি সদস্যরা বের হয়ে অন্যত্র চলে যান।

এরই ধারাবাহিতায় বাংলাদেশের সকল আলেম ও আহলে ইলমরা তারা বিরোধীতায় লিপ্ত হন এবং তাকে সঠিক রাস্তায় ফিরে আসার পরামর্শ দেন। এমনকি বাংলাদেশ থেকে উক্ত বিষয়ের সঠিক তথ্য ও সকলের সাথে পরামর্শের জন্য ৫ সদস্যের এক কমিটি গত ২৫ শে ডিসেম্বর ভারত সফরে যান। ফিরে এসে কমিটির উক্ত ৫ সদস্য, সাম্প্রতিক নিযুক্ত তাবলীগের ৫ উপদেষ্টা ও তাবলীগের ১০ সূরা মিলে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ও তার তত্ত্বাবধানে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে সা’দ সাহেব বাংলাদেশে আসতে পারবে না বলে সিদ্ধান্ত হয়। কিন্তু সা’দ সাহেবের কিছু ভক্তবৃন্দের সহযোগীতায় মাওঃ সা’দ সাহেব গতকাল বাংলাদেশে চলে আসেন।

  1. এদিকে আলেমরা উলামারা তাদের পূর্ব সিদ্বাস্তে বহাল থেকে তার সকল কথা প্রত্যাহার করার পূর্বে তাকে ইজতেমার মাঠে উপস্থিত হতে বাঁধা দেয়ার জন্য বিমানবন্ধর ঘেরাও করে। কিন্তু সেখান থেকে সা’দ সাহেব চলে আসায় ইজতেমার মাঠ ও কাকরাইল মসজিদ ঘেরাও করার জন্য একত্রিত হতে থাকে। বিকেল থেকে সারারাত শিক্ষক ও শিক্ষার্থীরা কাকরাইলে অবস্থান করতে গেলে পুলিশ তাদের বাঁধা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়।

আজ সকাল থেকে তারা পুনরায় কাকরাইল ঘেরাও করার কর্মসূচি করলেও পুলিশের কড়া নিরাপত্তার কারনে সেখানে ভীড়তে পারেননি। পরে তারা বাইতুল মোকারমের সামনে সমাবেশের আহবান করে বিকেল পর্যন্ত সেখানেই অবস্থান করে।

সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত জানা যায় যে, সকল প্রতিনিধি ও উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক করে এ সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে, মাওঃ সা’দ সাহেব ইজতেমার মাঠে অবস্থান করবেন না। বরং আগামীকালই দিল্লির উদ্দেশ্যে রওনা করে স্বদেশে প্রত্যাবর্তন করবেন।

সা’দ সাহেবের ভ্রান্ত উক্তি ও আকিদাসমূহ

১.ক্যামেরাওয়ালা মোবাইল রাখা হারাম। এবং পকেটে ক্যামেরাওয়ালা মোবাইল রেখে নামাজ হয় না। যে আলেমগন ক্যামেরাওয়ালা মোবাইল রাখাকে ‘জায়েজ’ বলেন তারা উলামায়ে ‘ছু’। বারবার কসম খেয়ে তিনি বলেন কারা হলেন উলামায়ে ‘ছু’। এমন আলেমররা হলো গাধা গাধা গাধা।

২. মোবাইলে কুরান শরীফ পড়া এবং শোনা প্রস্রাবের পাত্র থেকে দুধ পান করার মতো।

৩. কুরআন শরীফ শিখিয়ে যারা বেতন গ্রহন করেন, তাদের বেতন গ্রহন বেশ্যার উপার্জনের চেয়েও খারাপ। যে ইমাম এবং শিক্ষক বেতন গ্রহন করেন, বেশ্যারা তাদের আগে জান্নাতে যাবে।

৪. রাসূল সঃ দাওয়াত ইলাল্লাহর বাস্তবায়নের লক্ষ্যে ইশার নামাজকে পর্যন্ত বিলম্ব করে পড়েছেন। অর্থ্যাৎ নামাজের চেয়ে দাওয়াতের গুরুত্ব বেশি।

৫. হযরত মুসা আঃ দাওয়াত ছেড়ে দিয়ে কিতাব আনতে চলে গেছেন। দাওয়াত ছেড়ে চলে যাওয়ার কারনে ৫ লাখ ৭৭ হাজার লোক মুরতাদ হয়ে গেছে।

৬. হযরত মুসা আঃ থেকে বগ এক ভুল হয়ে গেছে এবং তিনি এক অপরাধ করে ফেলেছেন- জামাত এবং কওমকে ছেড়ে তিনি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য নির্জনতা অবলাম্বন করেছেন।

৭. হযরত মুসাঃ কর্তৃক হযরত হারুন আঃ কে নিজের স্থলাভিষিক্ত বানানো অনুচিৎ কাজ হয়েছে।

৮. সকাল-সকাল কুরআন তেলোয়াত করা এবং নফএ নামাজ পড়ার তো একটা অর্থ বুঝে আসে। কিন্তু আল্লাহ আল্লাহ বলে যিকির করে কী অর্জন হয়? কিছুই অর্জন হয় না।

৯.এই এক তাবলীগই নবুওয়াতের কাজ। এ ছাড়া দ্বীনের যত কাজ আছে: দ্বীনি ইলম শিখানো, দ্বীনি ইলম শিখা, আত্নশুদ্ধি, কিতাবাদী রচনা করা কোনোটাই নবুওয়াতের কাজ না।

১০. কেয়ামতের দিন আল্লাহ তায়ালা বান্দাকে জিজ্ঞেস করবেন, তালীমে বসেছিলে কিনা? গাশ্ত করেছিলে কিনা?

১১. প্রত্যেক সাহাবী অপর সাহাবীর বিরুদ্ধাচারণ করেছেন।

১২ হেদায়াতের সম্পর্ক যদি আল্লাহর হাতে হতো, তাহলে নবী পাঠাতেন না।

১৩. কোরআন শরীফ বুঝে-শুনে তেলোয়াত করা ওয়াজিব। তরজমা না জেনে তেলোয়াত করলে তরকে ওয়াজিবের গোনাহ হবে।

১৪. আপনাদের কাছে সবচাইতে বড় গুনাহ-চুরি, যিনা ঠিকই একটা বড় গুনাহ, তবে তার চাইতে বড় গুনাহ হলো খুরুজ (আল্লাহার রাস্তায় বের) না হওয়া।

শুধু ১৪ টা উক্তিতেই তিনি ক্ষ্যান্ত হননি। ২৫ এরও অধিক বিষয়ে ভ্রান্ত আকিদা পোষন করে আসছেন তিনি।
বৃহৎ এই পবিত্র তাবলীগ জামাতের মধ্যে কোরআন ও হাদীসের ভুল ব্যাখ্য দিয়ে পুরো জামাতের মধ্যে বিষ ছড়িয়ে দিয়ে তিনি নিজেকে কী প্রমাণ করতে চান?

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

কলমের ইতিকথা

দৈনন্দিন জীবনে এখন আবশ্যিক বিষয়ের একটি হলো কলম। সময়ের...

আজ “পানিতে ডুবে মৃত্যু পরিহার দিবস” আর একটি শিশুর প্রাণও যেন হারিয়ে না যায়

বদরুল ইসলাম (বরগুনা) আজ ২৫ জুলাই—বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ...

আলেমদের গালি দেওয়া নয়, সম্মান করাই আমাদের করণীয়

বদরুল ইসলাম যে জাতি আলেমদের অবমাননা করে, তারা ধ্বংস হয়ে...

আগুনে পুড়ে মৃত্যু: শাহাদাতের মর্যাদা

বদরুল ইসলাম (বরগুনা) আমরা প্রায়ই খবরের কাগজে, টেলিভিশনে কিংবা সোশ্যাল মিডিয়ায়...

বরগুনায় ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, আক্রান্ত ছাড়িয়েছে ৪ হাজার

বদরুল ইসলাম (বরগুনা) বরগুনা জেলার ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরও...

স্বামীকে হত্যা করে বাড়ির উঠানে পুঁতে রাখলেন স্ত্রী, আসামে চাঞ্চল্য

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে এক নারীর হাতে স্বামী হত্যার...

সরকারি চাকরির বয়সসীমা ৩৫ করা হোক: একটি বাস্তবমুখী ও মানবিক দাবি

বদরুল ইসলাম বাংলাদেশের কোটি কোটি তরুণ শিক্ষিত হচ্ছেন, স্বপ্ন দেখছেন...

গাজায় পানির খোঁজে গিয়ে ৬ শিশুসহ ১০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

গাজায় পানির তীব্র সংকটের মধ্যেও থেমে নেই ইসরায়েলের হামলা।...

সাভারে মাদকের ভাগাভাগি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে শিশু হত্যা

ঢাকার সাভারে মাদক সেবনের সময় ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img