রাশেদুল ইসলাম
“Keep This Magic Alive” এই শিরোনামে ৮ম বারের মতো সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো জাগো ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী যুব সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) চট্টগ্রাম জেলার ইফতার অনুষ্ঠান।
গত ১লা জুন শুক্রবার বন্দরনগরী চট্টগ্রামের কাজীর দেউরিস্থ এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম হলে প্রায় ১৫৭ জন সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নিয়ে একদিন ইফতার করার পাশাপাশি তাদের হাতে ঈদের জন্য শুকনো খাবার ও নতুন জামা তুলে দেওয়ার লক্ষ্যে প্রতিবছরের মতো এবছরও উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওল্ড প্লাসিডিয়ান এসোসিয়েশন (ওপা),Doodle ও Locafie এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) চট্টগ্রাম বিভাগীয় ও জেলা নেতৃবৃন্দের পাশাপাশি আমন্ত্রিত অতিথি এবং রেজিস্ট্রেশনকৃত স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
২০১১ সালে উক্ত সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই বার্ষিক এই ইফতার অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে সমাজ পরিবর্তনে প্রশংসনীয় ভূমিকা পালন করছে।
উল্লেখ্য,সংগঠনটির প্রায় ৩০ হাজার ভলান্টিয়ার বাংলাদেশের ৩২টি জেলায় কাজ করে যাচ্ছে। জাতিসংঘ কর্তৃক ঘোষিত এসডিজি এর ১৭টি উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নেও কাজ করছে সংগঠনটি।