বাংলাদেশ-ভারত সীমান্তে গুলিতে মানুষের মৃত্যুর ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে – ভারত এমন দাবি করলেও বাংলাদেশেন কিছু মানবাধিকার সংগঠন একথা মেনে নেয় নি।
ঢাকায় রবিবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের এক বৈঠকে এমন দাবি করে ভারত।
কিন্তু বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলো বলছে, গত ছয় মাসেই সীমান্তে গুলিতে তিনজন বাংলাদেশী নিহত হয়েছে।
ভারতের সাথে ৪০০০ কিলোমিটারের বেশি বাংলাদেশ সীমান্তে গুলি করে বাংলাদেশের নাগরিককে হত্যার অভিযোগ দীর্ঘদিনের।
এ ধরণের ঘটনা বন্ধ করার ব্যাপারে ভারত বিভিন্ন সময় বাংলাদেশকে আশ্বাস দিয়েছে।
ঢাকায় বাংলাদেশ এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও আলোচনায় সীমান্ত ইস্যু গুরুত্ব পায়।
জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন জানিয়েছেন, সীমান্তে মানুষের মৃত্যু জিরোতে বা শূন্যের কোটায় নেমে এসেছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সে জন্য ভারত তাদের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেছে।