Sunday, April 27, 2025
28 C
Dhaka

বিলুপ্তির পথে অঞ্জনা!

জাকিয়া সুলতানা প্রীতি ||

‘‘ অঞ্জনা নদী তীরে চন্দনা গাঁয়ে,

পোড়া মন্দিরখানা গঞ্জের বাঁয়ে…’’

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অঞ্জনা নদী
আজ মরা খাল। যথাযথ রক্ষণাবেক্ষণের
অভাবে অঞ্জনার যৌবন হারিয়েছে
অনেক আগেই। এখন মৃতপ্রায়। খননের
অভাবে ভরাট হয়ে গেছে অধিকাংশ
স্থান। ভূমিদস্যুরা ইতোমধ্যে কোনো
কোনো স্থান দখল করে চাষাবাদ করছে,
এমনকি বাড়ি তুলে বাস করছে। আর পলি
জমে শুকিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা।

পূর্বে সড়কপথ না থাকায় নদীপথই ছিল একমাত্র সহায় ও অবলম্বন । তখন নদীর তীরবর্তী অঞ্চলগুলি যথেষ্ট সমৃদ্ধ ছিল । নদী একদিকে যেমন যাতায়াত সুবিধা, জীবীকা , খাদ্য , সুস্বাস্থ্যকর জলবায়ু প্রদান করে তেমনি প্লাবন দেখা দিলে হয়ে ওঠে বিভৎস । বাদকুল্লার মূলভাগ অঞ্জনা , জলঙ্গীর শাখানদী । কৃষ্ণনগর পৌর এলাকার বাগেন্দ্রনগর, রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় , কুইন্স স্কুল ও জেলা শাসকের বাংলোর গা ঘেষে রোমান ক্যাথোলিক চার্চের সামনে দিয়ে বেজিখালি , কৃষ্ণনগর রাজবাড়ির প্রাচীর ছুয়ে রাজজামাতা দিঘি , চৌধুরি পাড়া , শক্তিনগর ও বারুহহুদার সীমানা দিয়ে দোগাছি পঞ্চায়েত এলাকায় প্রবেশ করেছে । সেই পথ বেয়ে বাদকুল্লা জনপদের মধ্যে মিশে গেছে । পাটুলি , বল্লভপুর, অঞ্জনগড় , গাংনী, পূর্ববাদকুল্লা , চন্দনদহ প্রভৃতি গ্রামগুলি বাদকুল্লা এলাকার অঞ্জনা নদীর তীরবর্তী গ্রাম ।

অঞ্জনা নদী অতীত ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে । শোনা যায়, নদীয়ারাজ মহারাজ কৃষ্ণচন্দ্রও নৌকাপথে অঞ্জনা নদী বেয়ে মুর্শিদাবাদে পৌঁছতেন। নদী বুজে গিয়ে এখন খালের তকমা পেয়েছে। ইদানীং সেই অস্তিস্ত্বটুকুও মুছে যাওয়ার জোগাড়। জবরদখল হতে হতে খাল নালায় পরিণত হয়েছে। তাই দখলদারদের হটিয়ে সংস্কার করে যদি খালের নাব্যতা ফিরিয়ে আনা যায় তা হলে খুব ভাল হয়। পূর্বে এইপথে যাত্রী ও পণ্যবাহী নৌকো যাতায়াত করত । বাদকুল্লা শ্মশানটিও অঞ্জনা নদীর তীরে গড়ে উঠেছে । কবি মাইকেল মধুসূদন দও এই নদীর শোভা দেখে বলেছিলেন –

” হে অঞ্জনে ,

তোমাকে দেখিয়া অতিশয় প্রীত হইলাম ,

তোমাকে কখনই ভুলিব না এবং তোমার বর্ণনা করিতে ত্রূটি রাখিব না ” ।

কাজী নজরুল ইসলাম কৃষ্ণনগরে বসবাসের সময় অঞ্জনার রূপ দেখে মোহিত হয়েছিলেন এবং একটি গানও লিখেছিলেন – ” নদীর নাম অঞ্জনা , নাচে তীরে খঞ্জনা…”

আজ অঞ্জনা খাল স্রোত বিহীন , কচুরিপানা, টোপাপানা ও শ্যাওলায় পরিপূর্ণ । পূর্বে স্থানীয় জমিদাররা এই নদী থেকে প্রচুর অর্থ উপার্জন করলেও কোনদিন সংস্কার করেননি । ১৯৮৫ সালে পূর্ব কৃষ্ণনগর ও হাঁসখালি কেন্দ্রের বিধায়কগণ অঞ্জনা নদী সংস্কারের প্রস্তাব দেন , কিন্তু কাজের কাজ কিছুই হয়নি । মানুষ এখন দৈন্যন্দিন ব্যস্ততার জীবনে অঞ্জনার দিকে ভ্রূক্ষেপ করতে পারেন না । সম্প্রতি সংবাদপত্রে এসেছে – ইচ্ছামতী , জলঙ্গী নদী সংস্কার করা হবে , তাহলে ইতিহাস বহনকারী অঞ্জনা নদী কি মিলিয়ে যাবে অতল তলে ?

সকল বাদকুল্লাবাসীর উচিত এই নদীর পুনরায় সংস্কারের জন্য সরকারের কাছে আবেদন জানানো ।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

বাংলাদেশের প্রেক্ষাপটে আরপিএল: সম্ভাবনা ও গুরুত্ব

আরপিএল বর্তমান বিশ্বে দক্ষ মানবসম্পদ গঠনের জন্য প্রথাগত শিক্ষার পাশাপাশি...

কালীগঞ্জে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী ‘নরুন সরকারি উচ্চ বিদ্যালয়ে’ শিক্ষার মানোন্নয়নের...

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন শফিক রেহমান

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমান।...

বিয়ের কাজ সারলেন তালাত মাহমুদ রাফি

বিয়ে করেছেন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি। সোমবার (১৭ মার্চ)...

যুদ্ধ বন্ধে পুতিনের সাথে কথা বলবে ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামীকাল মঙ্গলবার রুশ...

সিআইডি প্রধান হলেন গাজী জসীম

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন...

দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। দেশের মাটিতে পা রাখলেন...

পিরোজপুরে শিশু ধর্ষণের অভিযোগে পিতা-পুত্র আটক

পিরোজপুরের ইন্দুরকানীতে সপ্তম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে জোর করে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img