প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে কার্যকরী উদ্যোগ না গ্রহণের অভিযোগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে মন্ত্রী পদে বহাল না রাখার জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি আইনী নোটিশে অনুরোধ করা হয়েছে। সুপ্রীম কোর্টের আইনজীবী এনামুল আলী আকন্দ আইনি নোটিশ দিয়েছিলেন যে বর্তমান শিক্ষামন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন বা প্রধানমন্ত্রী পদত্যাগ করতে তাকে অনুরোধ করতে পারেন।
অথবা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে সংবিধানের অনুচ্ছেদ 58 (1) ধারা (A) (C)(2) অনুযায়ী তার পদত্যাগের জন্য সুপারিশ করতে পারেন। তিনি আইনী নোটিশে বলেন যে যদি শিক্ষা মন্ত্রীকে অপসারণের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া না হয় তাহলে প্রয়োজনীয় আদেশের জন্য হাইকোর্টের কাছে তিনি একটি রিট আবেদন দাখিল করবেন।
ইউনূস আলী আকন্দ বলেন, প্রাথমিক বিদ্যালয় সার্টিফিকেট (পিএসসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সার্টিফিকেট (এইচএসসি) এর প্রশ্ন পত্র প্রতিবছরই লিক হয়ে যাচ্ছে। কিন্ত বর্তমান শিক্ষা মন্ত্রী প্রশ্নপত্র ফাঁস হওয়া থামাতে ব্যর্থ হয়েছেন। উক্ত আইনি নোটিশে তিনি এটাও বলেন যে বর্তমান শিক্ষামন্ত্রীর স্বপদে বহাল থাকার কোন অধিকার নেই। ৫৬নাম্বার ধারা অনুযায়ী ইউনুস আলী প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে পার্লামেন্টের বাইরের একজন উচ্চশিক্ষিত শিক্ষানুরাগী ব্যক্তিকে শিক্ষামন্ত্রী পদে নিয়োগ দিতে অনুরোধ করেছেন।
উল্লেখ্য যে, সরকারের কঠোর ব্যবস্থা গ্রহণ সত্বেও সর্বশেষ চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গিয়েছে।