মহিউদ্দীন অমি; ব্যুরো চিফ, বরিশাল
ইয়ুথ ফেস্ট দক্ষিণাঞ্চলের তরুণদের সর্ববৃহৎ ইভেন্ট। যা ২০১৪ সালে যাত্রা শুরু করে বরিশাল ইয়ুথ সোসাইটি। টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা (এসডিজি), জলবায়ু পরিবর্তন মোকাবেলা, শিশু বিবাহ বন্ধ, ইয়ুথ অ্যাওয়ার্ড, আঞ্চলিক সংস্কৃতি সংরক্ষণ সহ প্রায় ৮ টি বিষয়ের উপর ভিত্তি করে ইভেন্টটি আয়োজিত হয়ে আসছে। বরিশাল তথা দক্ষিণাঞ্চল এর ৬ টি জেলা থেকে আগত প্রায় ২০০০ হাজার তরুণদের উপস্থিতিতে পর্দা উঠেছে ইয়ুথ ফেস্ট-১৫ এবং ১৬ এর। কন্ঠ মিলাতে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ এবং বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
প্রতি বছরের ন্যায় এ বছরও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ অডিটরিয়ামে আগামী ২০-২১ জুলাই দুই দিনব্যাপী ইয়ুথ ফেস্ট-১৭ এর পর্দা উঠবে । ৪র্থ বারের মতো প্রধান আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে বরিশাল ইয়ুথ সোসাইটি-বিওয়াইএস। সহযোগীতায় থাকবে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কার্যালয়, বরিশাল সিটি কর্পোরেশন সহ স্থানীয় বেশ কিছু সরকারী প্রতিষ্ঠান। ২০ জুলাই সকাল ১০ টায় সাইকেল র্যালি এর মাধ্যমে ইয়ুথ ফেস্ট-১৭ শুভ উদ্ভোধনের মধ্যে দিয়ে শুরু হয়ে পর্যায়ক্রমে বরিশালের তরুণদের উপস্থিতে ৫ টি সেমিনার এর আয়োজন করা হয়েছে। যাতে স্পিকার হিসেবে থাকবে টেন মিনিট স্কুল এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, উদ্যোক্তা সংস্থার সভাপতি ইঞ্জিয়ার মানিকুজ্জামান, ব্র্যাকাথন এর চ্যাম্পিয়ন টিম সহ সরকারি এবং বেসরকারি বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিবৃন্দ। উক্ত ফেস্টে তরুনদের জন্য চমক থাকছে সংগীত ব্যান্ড Ashes এবং Powe.