রাশেদুল ইসলাম
গত ৫ই মার্চ বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামের চকবাজার থানাধীন দেওয়ানবাজারস্থ ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “ফুটন্ত ফুল” ক্লাব তাদের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের সভাপতি সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন নাফিসের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব এ.কে.এম জাফরুল ইসলাম,বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব শফিকুল ইসলাম,সরকারি সিটি কলেজের ছাত্রসংসদের সাবেক ভিপি মাসুদ করিম টিটু,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মঞ্জুর হোসেন,জাহেদ মুরাদ,আবুল হোসেন,আলহাজ্ব জাহাঙ্গীর আলম,সাহাবুদ্দিন আহমেদ,মোহাম্মদ হোসেন,এনআরবি ব্যাংক নাসিরাবাদ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নাসির উদ্দীন এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের প্রধান উপদেষ্টা সাইফ চৌধুরী।
অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও নাচ,নাটিকা,আলোচনা সভা,র্যাফেল ড্র,জাদু প্রদর্শনী,ব্যান্ড শো এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৩০শে মার্চ আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।