সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের উপর হামলার প্রতিবাদে ফের আন্দোলনে নেমেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর। আজ সকাল ১০টা থেকে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে। বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীদের সংখ্যাও বাড়ছে।
এদিকে সড়কের এক পাশে শক্ত অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোন সময় অ্যাকশনে যেতে পারে তারা।