মো: হামজার রহমান শামীম:
বাংলাদেশ স্কাউটস এর প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনা ও পরিচালনায় জাতীয় পর্যায়ের প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্প ১৯-২১ এপ্রিল ২০১৮ তারিখে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে অনুষ্ঠিত হয়। ক্যাম্পে জামালপুর জেলা স্কাউটস এর ৩ জন, শেরপুর জেলা স্কাউটস এর ৪ জনসহ সারা বাংলাদেশ থেকে মোট ৮৪৯ জন স্কাউট এবং ১৫ জন রোভার স্কাউট অংশগ্রহন করেন।
মূল্যায়নকারী হিসেবে ১৬০জন স্কাউটার ও প্রায় ২৬০ জন ইউনিট লিডার ক্যাম্পে অংশগ্রহন করেন। এ ক্যাম্পে উর্ত্তীনদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ এর স্বাক্ষরিত সনদপত্র প্রদান করা হবে এবং তিনি নিজে তাদের আনুষ্ঠানিকভাবে এ অ্যাওয়ার্ড পরিয়ে দিবেন।
১৯ এপ্রিল সকাল ১১ টায় ক্যাম্প চীফ জাতীয় কমিশনার (প্রোগ্রাম) স্কাউটার মোহাম্মদ আতিকুজ্জামার রিপন পতাকা উত্তোলনের মাধ্যমে ক্যাম্প শুরু করলেও সন্ধ্যা ৭-০০ টায় প্রধান জাতীয় কমিশনার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোজাম্মেল হক খান প্রধান ষ্কাউট ব্যক্তিত্ব হিসেবে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের উদ্বোধন ঘোষনা করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক স্কাউটার আরশাদুল মুকাদ্দিস, এলটি। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ক্যাম্প চীফ। সভায় সভাপতিত্ব করেন প্রোগ্রাম বিষয়ক জাতীয় কমিটির সভাপতি স্কাউটার শাহ আলম, এলটি।
এ তিনদিনব্যাপী স্টেশনভিত্তিক তাদের মূল্যায়ন করা হয়। স্টেশনগুলো ছিল: সদস্য, স্ট্যান্ডার্ড, প্রোগ্রেস, সার্ভিস, প্রেসিডেন্ট স্কাউট এবং ব্যক্তিগত দক্ষতা । সর্বশেষ সাক্ষাতকার বোর্ড তাদের সাক্ষাতকার গ্রহন করে। মোট ৪০০ নম্বরে তাদের মূল্যায়ন করা হয়।
২১ এপ্রিল তাদের হাতে অংশগ্রহনের সনদ পত্র প্রদান করে পতাকা নামিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।