রাশেদুল ইসলাম :
আজ ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বন্দরনগরীর প্রাণকেন্দ্র মেহেদীবাগে অবস্থিত ইনিস্টিটিউট অফ গ্লোবাল ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম (আইজিএমআইএস) এর মিলনায়তনে একটি মহিলা স্বাস্থ্য বিষয়ক সেমিনার আয়োজন করা হয়। ওয়ার্ল্ড মেন্সট্রুয়াল হেলথ ডে’র অংশ হিসেবে আইজিএমআইএস স্কিল ডেভেলাপমেন্ট ক্লাব (আইএসডিসি) এর আয়োজনে এবং দেশব্যাপী স্বীকৃত জনপ্রিয় সামাজিক সংগঠন ইউথ’স ভয়েস’র সার্বিক সহযোগিতায় উক্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের প্রথম ক্যাম্পাস হিসেবে আইজিএমআইএস’র বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন ইউথ’স ভয়েসের ডিরেক্টর অফ লজিস্টিকস আসরার রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী,ডিরেক্টর অফ মেম্বারস অ্যাফেয়ার্স রাকিবুল হাসান,সিনিয়র সদস্য কানিজ,ফারজিন এবং সাধারণ সদস্য তাহিয়া,নাবিলা,ইয়ানা,মৌরি,আবিদ,রাফিও,ইফাজ,নাজমুল হাসান কিরণ।
প্রথমবারের মতো ক্যাম্পাসে উদযাপিত বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এই সেমিনারে আরো উপস্থিত ছিলেন ইউথ’স ভয়েসের ক্যাম্পাস এম্বাসেডর ও আইএসডিসি’র সদস্য রাশেদুল ইসলাম,দীপ্ত বিশ্বাস,তানভীর হোসাইন,ফারহান আজিম,মৃদুল ইসলাম,আলী আজগর সাকিব,লিঙ্কন বড়ুয়া,মোহাম্মদ তৌহিদ,সাফা মারওয়া,তাবাসসুম সুরাইয়া,উস্মিতা চৌধুরী,ঝুমু আক্তার,হুরে জান্নাত,মার্টিনা দাশ,আরিফিনুল হক,কানিজ ফাতেমা,অরুপ দেবনাথ,মোঃ ইলিয়াস,অঞ্জন বড়ুয়া,শারমিন সুলতানা নিশা,তাসলিমা আক্তার এবং নূর আশা।
সেমিনার শেষে উক্ত প্রতিষ্ঠানের সকল মেয়ে শিক্ষার্থীদের মাঝে এসিআই লিমিটেড ও আবুল খায়ের লিমিটেডের পক্ষ হতে গিফট হ্যাম্পার প্রদান করা হয়।