Saturday, August 2, 2025
32 C
Dhaka

প্রজ্ঞাপন জারি পর্যন্ত আন্দোলন স্থগিত

কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাধারণ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন। একই সঙ্গে চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য প্রজ্ঞাপন আকারে জারি হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি স্থগিত করা হলো।’

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। হাসান আল মামুন বলেন, ‘আমাদের এ আন্দোলনে যাঁরা আহত হয়েছেন, তাঁদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের কোনোভাবে হয়রানি না করার জন্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনের প্রতি আহ্বান জানাই।’

সংগঠনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে আমাদের দীর্ঘদিনের আন্দোলন প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন। তাঁকে ধন্যবাদ জানাই। আমরা চাই, তাঁর এ বক্তব্য দ্রুত প্রজ্ঞাপন আকারে জারি করা হোক। আমরা তরুণ সমাজ তাঁর সঙ্গেই আছি। আন্দোলনকারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাহিনী যে হামলা করেছে, যেসব পুলিশকে চিহ্নিত করে শাস্তির দাবি জানাই।’ ভিসির (উপাচার্য) বাসভবনে হামলার বিষয়ে তিনি বলেন, ‘যারা উপাচার্যের বাসভবনে হামলা করেছে, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। ষড়যন্ত্রকারীরা এ হামলা করেছে। এ ঘটনায় যে মামলা হয়েছে, তাতে যেন সাধারণ শিক্ষার্থীদের গ্রেপ্তার করা না হয়।’

পরিষদের আরেক যুগ্ম আহ্বায়ক নুরুল হক সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কয়েকটি দাবি উত্থাপন করেন। এসব দাবি হলো—১. প্রধানমন্ত্রীর ঘোষণা গেজেট আকারে প্রকাশ করে অতিদ্রুত এর বাস্তবায়ন; ২. গ্রেপ্তার হওয়া আন্দোলনকারী সব শিক্ষার্থীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে; ৩. আন্দোলনের মধ্যে পুলিশি নির্যাতনে আহত সব শিক্ষার্থীকে সুচিকিৎসার ব্যয়ভার বহন করতে অতিদ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে; ৪. পুলিশ ও ঢাবি প্রশাসন অন্যায়ভাবে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে যে অজ্ঞাত মামলা দিয়েছে, তা দ্রুত প্রত্যাহার করতে হবে; ৫. আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরবর্তী সময়ে কোনোরকম হয়রানি করা যাবে না, হয়রানি হলে আন্দোলন চলবে। এ ছাড়া আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং ছাত্রদের যৌক্তিক দাবির সঙ্গে সহমত পোষণ করা শিক্ষক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের ধন্যবাই জানানো হয়।

কয়েক দিনের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা দেন।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

গোলাপের কাপে সুগন্ধি স্বাস্থ্যের ছোঁয়া

বদরুল ইসলাম (বরগুনা) গোলাপের পাঁপড়িতে ভাসে সুস্থ জীবনের সম্ভাবনা। প্রাকৃতিক সৌন্দর্য...

ঘাড়ব্যথায় অবহেলা নয়, সতর্কতাই প্রতিরোধের পথ

আধুনিক জীবনযাপনে ঘাড়ব্যথা একটি সাধারণ কিন্তু উপেক্ষিত সমস্যা হয়ে...

শিশুদের টাইপ ১ ডায়াবেটিস: অবহেলার সুযোগ নেই, সচেতনতাই রক্ষাকবচ

বর্তমানে বাংলাদেশে শিশুদের টাইপ ১ ডায়াবেটিস একটি ক্রমবর্ধমান স্বাস্থ্য...

মাইলস্টোন দুর্ঘটনা: আহতদের সহায়তায় ঢাকায় পৌঁছেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায়...

ভারত-ইংল্যান্ড ম্যাচে পাকিস্তানি ভক্তকে মাঠ ছাড়া করায় ল্যাঙ্কাশায়ারের দুঃখপ্রকাশ

ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের শেষ দিনে পাকিস্তানের জার্সি পরে...

ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে আমিরাত, অংশ নিচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান

এশিয়া কাপের ঠিক আগমুহূর্তে পাকিস্তান ও আফগানিস্তানকে নিয়ে একটি...

শুধু প্রত্যাশা নয়, ভালো প্রস্তুতিতেই হবে বিশ্বকাপে সাফল্যের চাবিকাঠি: শান্ত

বৈশ্বিক টুর্নামেন্টে ব্যর্থতার বৃত্ত ভাঙতে হলে কেবল প্রত্যাশা নয়,...

ওভাল টেস্ট থেকে ছিটকে গেলেন ক্রিস ওকস

ভারতের বিপক্ষে চলমান ওভাল টেস্টে ফিল্ডিং করতে গিয়ে বাঁ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img