আনিস মিয়া
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১ এ ফেব্রয়ারী, আমি কি ভুলিতে পারি। ২১ এর চেতনা আজ পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতিটি বাঙ্গালি আজ শ্রদ্ধার সাথে শ্ররণ করছে সেই শহীদের যাদের আন্তত্যাগেই পেয়েছি আমাদের এই বাংলাদেশ। কিন্তু আগামী দিনে যাদের হাতে এই দেশ, আমাদের নতুন প্রজন্মের শিশুরা, যাদের ঠিকানা কোন বস্তি বা রাস্তার ধার,যার এক বেলা খাবারের খোজে সারাদিন ঘুরে ফিরে,সেই আবহেলিত পথশিশুরা কি পরিচিত এই মহান মানুগুলোর সাথে। যাদের কারনে আজ আমরা আমাদের মায়ের ভাষা বাংলায় কথা বলতে পারছি?
এই পথশিশুরাও যেন জানতে পারে সেই মহান মানুষগুলোর সম্পর্কে, ধারণ করতে পারে ২১ এর চেতনা। এই চেতনা জাগরিত করতেই এই পথশিশুদের পাশে এসে দাড়িয়েছে The Unseen Beautiful Child নামের ছোট একটি সেচ্ছাসেবী সংগঠন। হয়ত ফুল হাতে প্রভাতফেরি ওঠার সুযোগ হয়নি এই শিশুদের, এমন শিশুদের সাথে নিয়েই The Unseen Beautiful Child নামের এই সংগঠনটি প্রভাতফেরি, ও ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে । পরিচয় করিয়ে দিয়েছে সেই পথশিশুদের সাথে। প্রভাতফেরি শেষে ২৬ জন শিশুদের মাঝে চকলেট বিতরণ ও দুপুর এর খাবার এর আয়োজন করা হয়। সেই সাথে বিকেলে পরে খাবার বিতরণ করা হয়। পরিশেষে খেলাধুলার আয়োজন করা হয়।