-ফিদা আল মুগনি
‘ও..রে নীল দরিয়া’, ‘তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়’, ‘সালাম সালাম হাজার সালাম’, ‘জয় বাংলা বাংলার জয়’ ও ‘পিচ ঢালা এই পথটাকে ভালোবেসেছি,
শিল্পী আব্দুর জব্বারের গলায় গাওয়া এই গানগুলো যেন চিরনবীন, ক্রনিক কিডনিজ ডিসিজে আক্রান্ত হয়ে একটু আগেই তিনি চলে গেলেন এই পৃথিবী ছেড়ে, যিনি বাঁচতে চাইতেন খুব। কিছুদিন আগেই দেয়া সাক্ষাৎকারে বলেন “‘যখন লাইফ সাপোর্টে থাকব তখন অনেকে দেখতে আসবেন! মারা গেলে শহীদ মিনারে রাখা লাশে ফুল দেবেন! কিন্তু আমার এসব কিছুর দরকার নেই। আমি আরো কিছুদিন বাঁচতে চাই।”

মুক্তিযুদ্ধের সময় গলায় হারমোনিয়াম ঝুলিয়ে মুক্তিযোদ্ধাদের প্রেরণা দিয়েছেন, ভারতের বিভিন্ন স্থানে গণসংগীত গেয়েও তিনি প্রাপ্ত বার লাখ টাকা মুক্তিযুদ্ধের তহবিলে দান করেন। ১৯৭১ সালে তিনি মুম্বাইয়ে ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বাংলাদেশের স্বাধীনতার জন্য জনমত তৈরিতে নিরলসভাবে কাজ করে যান।
আজ সকাল নয়টা বিশে পিজি হসপিটালে তিনি একাত্তর বছর বয়সে শেষ নিঃশাস ত্যাগ করেন।