মোঃ জুলকার নাইন মাহফুজ
কিশোর-কিশোরীদের জন্য প্রথম আলো কর্তৃক প্রকাশিত ম্যাগাজিন ‘কিশোর আলো’র ০৬ বছর পূর্তি উপলক্ষ্যে ০১ নভেম্বর (শুক্রবর) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে মিলনমেলার আয়োজন করা হয়। যেখানে হাজার হাজার শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় তারকারা, যেমন-তাহসান খান, মিনার, অর্ণব, তানজির তুহিন, তিশা সহ আরো অনেকে। তবে এত বৃহৎ অনুষ্ঠানে অব্যবস্থাপনার খেসারত জীবন দিয়ে দিতে হলো অত্র কলেজের নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্র আবরার রাহাতকে। অনুষ্ঠান চলাকালীন সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় আবরার।
কিশোর আলো’র সম্পাদক জনাব আনিসুল হক বলেছেন, ‘আমি ও কিশোর আলো আজীবন আবরারের পরিবারের সঙ্গে থাকবো। যদিও এই অপূরণীয় ক্ষতি কিছুতেই পূরণ হবে না। আমি কিংকর্তব্যবিমুঢ় অবস্থায় আছি। নাইমুল আবরারের জন্য দোয়া করছি।’
আবরার রাহাত বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরও কিশোর আলো কর্তৃপক্ষ কাউকে জানায়নি এমনকি অনুষ্ঠানও বন্ধ করেনি। মোহাম্মদপুরে অবস্থিত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আবরারকে না নিয়ে মহাখালীতে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে কেন নিয়ে যাওয়া হলো এ প্রশ্নের উত্তরেও কিশোর আলো কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারেনি।