জুবায়ের ফাহিম
তিস্তা চুক্তির ফলাফল “১৯৮৮ বন্যা কে ছাপিয়ে যাবে এই ফলাফল” বাংলাদেশ এ এইবার ধেয়ে আসছে এক বড় বন্যা। এই বন্যার ফলাফল সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বন্যা হতে পারে। সবচেয়ে বেশি পানি আসছে তিব্বতের ব্রহ্মপুত্র দিয়ে যা ১০০ বছরেও দেখা যাইনি। তাছাড়া তিস্তা বেরজ এর পানি এত পরিমান এ আসছে যে আশেপাশের এলাকায় “রেড এল্যাট”জারি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ অংশের যমুনা নদী তে গড়ে ৫০ সে.মি. এবং পদ্মা নদীতে ১৫ সে.মি. করে পানি বাড়ছে নীলফামারী,দিনাজপুর,রাজশাহী রংপুর এর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। মহাসড়ক এ পানি ওঠায় দিনাজপুর এর সাথে সরাসরি পথে যান চলাচল বন্ধ আছে। পানি উঠায় লালমনিরহাট, দিনাজপুর,নেত্রকোনায় সহস্রাধিক শিক্ষাপ্রতিষ্ঠান এর পাঠদান বন্ধ হয়ে গেছে। তাছাড়া আশংকা করা হচ্ছে সৈয়দপুর বিমানবন্দর যে কোন সময় প্লাবিত হতে পারে। এছাড়া লালমনিরহাট এ ৪জন বন্যার পানি তে ডুবে গেলে এখন পর্যন্ত মাত্রত্র একটি লাশ পাওয়া গেছে এবং ৩ জন নিখোঁজ।এবং দিনাজপুর এ বন্যা র পানিতে ডুবে ১৪ জন এর মৃত্যু হয়েছে বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য ৩ প্লাটুন সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে।তারা উদ্ধার ও বাঁধ রক্ষার কাজ করছেন।