জুবায়ের ফাহিম
যাতায়াতকারী সকল মানুষ এর জন্য যেন অভিশাপ এর মতই এখন মৌচাক মালিবাগ রাস্তা। হাল্কা বৃষ্টি হলেই যেন মনে হয় এতো পদ্মার পার, আর এই পদ্মার পার এই হচ্ছে পদ্মা সেতু এই রাস্তা দিয়া রিক্সা নিতে গেলেও রিক্সা চালক বলে ” মামা রাস্তা ভাঙা ৬০ টাকা দিতে হইব”।
রাজধানী বাসি এই উন্নয়ন এর স্বাদ খুব ভাল মতই পাচ্ছেন। এই রাস্তা অর্থাৎ মালিবাগ রেলগেট থেকে কাকরাইল যেতে মানুষ এর ২-৩ ঘণ্টাও লেগেছে। এই রাস্তা সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে স্কুল শিক্ষার্থীদের; দেখা যায় তাদের স্কুল ১টায় কিন্তুু এই ভাঙা সড়ক এর জন্য তারা বাসা থেকে ১১ টায় বের হয়েও তারা ঠিক মত স্কুল এ যেতে পারছে না।
এই সড়ক এর আরেক বিরাট সমস্যা হচ্ছে খানাখন্দ যার ফলে বাস রিক্সা প্রাইভেট কার সব এক রাস্তায় করে ফেলে আবার কিছু রিক্সাওয়ালা না যেনেও খানাখন্দ এর উপর দিয়ে চালিয়ে যাই ফলে সৃষ্টি দুর্ঘটনা ফলে শিক্ষাথী সহ অনেক এর ই সমস্যায় পরতে হয়। শুধু মৌচাক সড়ক না ঢাকা শহর এর অনেক রাস্তাঘাট এ ঘুরে দেখলে দেখা যায় এসব ভোগান্তি, মনে হয় বৃষ্টি পর তাদের আসল চেহারা বের হয়ে আশে।
রাজধানীর বেইলিরোড, মগবাজার, শহিদবাগ,কাকরাইল,শান্তিনগর,মিরপুর সহ আর অনেক সড়কে এ রকম ভোগান্তির চিত্র দেখা যায় কবে শেষ হবে রাজধানী বাসি এই দুর্ভোগ আর কতদিন মানুষ কে উন্নয়ন এর নাম এরকম কষ্ট করতে হবে এমন প্রশ্নই সবার মনে।