চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) রাজধানীর ৫০টি থানায় মোট ১২১টি হত্যা, ২৪৮টি ছিনতাই, ৩৩টি ডাকাতি ও ১ হাজার ৬৮টি চুরির মামলা রেকর্ড করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই হিসাবে প্রতিমাসে গড়ে ২০টির বেশি খুন, ৪১টি ছিনতাই এবং ৭০টি চাঁদাবাজির মামলা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) ডিএমপির সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, “যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ডিএমপি সর্বদা প্রস্তুত। কেউ আইন অমান্য করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডিএমপির আওতাধীন এলাকায় ৪৪১টি টহল টিম দায়িত্ব পালন করেছে। এর মধ্যে দিনে ২৫৯টি ও রাতে ২২১টি টহল টিম কাজ করেছে। একই সময়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিসি তালেবুর রহমান বলেন, এসব অভিযানে চোরাই মোবাইল, নগদ টাকা ও মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। চোরাই মোবাইলের একটি চক্রের ৫ জনকে গ্রেপ্তার করেছে ডিবির ওয়ারি বিভাগ, তাদের কাছ থেকে ১২৩টি মোবাইল উদ্ধার করা হয়েছে। এছাড়া কিশোর গ্যাং ও চাঁদাবাজ চক্রের সদস্যদের বিরুদ্ধেও অভিযান চলছে। গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদা দাবির ঘটনায় রিমান্ডে থাকা এক আসামির বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কলাবাগান থানায় মামলা প্রক্রিয়াধীন।
ডিএমপি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা শহরে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।