দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৭৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন বিভাগে রোগী ভর্তি হয়েছে নিম্নরূপ:
-
বরিশাল বিভাগ (সিটি বাদে): ৭২ জন
-
ঢাকা মহানগর: ৬৩ জন
-
ঢাকা বিভাগ (মহানগর বাদে): ৪৬ জন
-
চট্টগ্রাম বিভাগ: ৩৫ জন
-
রাজশাহী বিভাগ: ৩৫ জন
-
খুলনা বিভাগ: ১৮ জন
-
রংপুর বিভাগ: ৫ জন
-
ময়মনসিংহ বিভাগ: ৪ জন
চলতি বছর দেশে এখন পর্যন্ত ২০ হাজার ৯৮০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু জুলাই মাসেই ১০ হাজারের বেশি রোগী ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ জনে। মৃত্যুবরণকারীদের মধ্যে ৪৭ জন পুরুষ এবং ৩৬ জন নারী।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু পরিস্থিতিকে উদ্বেগজনক আখ্যা দিয়ে মশা নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সময়মতো চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।