গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে অবতরণকালে বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে নিহত হন ৫১ জন। যাদের মধ্যে ২৬ জনই বাংলাদেশি।
ময়নাতদন্ত সাপেক্ষে এদের মধ্যে ২৩ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। অবশিষ্ট তিন মরদেহ শনাক্ত করারও প্রক্রিয়া চলছে।কাঠমাণ্ডুতে বিমান দুর্ঘটনায় নিহত ২৩ বাংলাদেশির মরদেহ নিয়ে সোমবার বিকেলে ঢাকায় পৌঁছায় সেনাবাহিনীর একটি বিশেষ বিমান।
ঢাকায় পৌঁছানোর পর আর্মি স্টেডিয়ামে জানাজা ও শ্রদ্ধা জানানো শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।