সরকারি সাত কলেজের শিক্ষা কার্যক্রম এখন থেকে চারটি স্কুলের অধীনে বিভক্তভাবে পরিচালিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (৫ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মজিবুর রহমান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি কলেজকে চারটি পৃথক স্কুলের আওতায় এনে পাঠদান ও গবেষণামূলক কার্যক্রম চালানো হবে।”
বিভাজনের বিস্তারিত তুলে ধরে তিনি জানান—
স্কুল অব সাইন্স: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
স্কুল অব বিজনেস স্টাডিজ: সরকারি বাঙলা কলেজ
স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ: সরকারি তিতুমীর কলেজ
স্কুল অব ল অ্যান্ড জাস্টিস: কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ
এছাড়া প্রতিটি কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে একজন কেন্দ্রীয় প্রক্টরের অধীনে ১৪ জন ডেপুটি প্রক্টর দায়িত্ব পালন করবেন বলেও জানান মজিবুর রহমান।
তিনি আরও জানান, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এই সাত কলেজের শিক্ষার্থীরা গত কয়েক বছর ধরে শিক্ষার মান ও পরীক্ষার সময়সূচি নিয়ে বিভিন্ন সময় আন্দোলনে নেমেছিলেন।