গোপালগঞ্জে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ১৩টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট আসামির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৮৪ জন।
সর্বশেষ গোপালগঞ্জ সদর থানায় সন্ত্রাস দমন আইনে দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৪৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে আরও পাঁচ হাজার জনকে। মামলার বাদী সদর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান।
প্রসঙ্গত, ১৬ জুলাই গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির কর্মসূচিতে হামলা হয়। পুলিশ বলছে, হামলায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, ককটেল নিক্ষেপসহ বিভিন্ন অপরাধ সংগঠিত হয়েছে।
মোট ১৩ মামলার মধ্যে রয়েছে:
৫টি হত্যা মামলা
সন্ত্রাস দমন আইনে ২টি
বিশেষ ক্ষমতা আইনে ৪টি
জেলা কারাগারে হামলা সংক্রান্ত ১টি
অন্য অপরাধে দায়ের ১টি
এসব মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১,১৩৪ জনের নাম উল্লেখ করে এবং ১৪,৪৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পুলিশ জানায়, ১৬ জুলাই থেকে এখন পর্যন্ত মোট ৩২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, ঘটনার দিন শহরে কারফিউ জারি করা হয়েছিল, যা পর্যায়ক্রমে বাড়িয়ে ২০ জুলাই পর্যন্ত বলবৎ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করে জেলা প্রশাসন।