ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, নির্বাচন কেন্দ্র করে কোনো ধরনের অরাজকতা সহ্য করা হবে না।শনিবার সকালে রাজধানীর সবুজবাগ থানায় মাদক-বিরোধী প্রচারণা ও নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান।
কেউ অপরাধ করে পার পাবে না উল্লেখ করে ডিএমপি কমিশনার জানান, রাজধানীতে ১৯ লাখ পরিবারের ৮০ লাখ সদস্যের তথ্য সংগ্রহ করেছে ডিএমপি।
এ সময় তিনি বলেন, ‘২০১৮ সালকে ঘিরে কেউ বা কোনো মহল অরাজকতার সৃষ্টি করে কঠোর হাতে তাদের দমন করা হবে। এই ঢাকার মাটিতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটতে দেওয়া হবে না।’