পুষ্পিতা প্রভা
সময় এখন এমন যে হিন্দি গান না শুনে কেউ থাকতেই পারে না।সারাদিন গুনগুন করে হিন্দি গান গাচ্ছে।ক্লাসে একজনকে গান গেতে বলা হলো এবং সে হয়তো বাংলা গান গেলো। সবাই তখন বিরক্ত হয়ে যায়।সবার ঘুম পায়।এখন যদি তাদের মাঝে হিন্দি গান গাওয়া হয় তাহলে দেখা যাবে সবাই এক সাথে গানটা গাচ্ছে।সবাই গানটা জানে।এর মানে কি দাড়াচ্ছে? হিন্দি আমাদের ভাষা বাংলাকে দূরে ঠেলে দিচ্ছে।বিয়ে বাড়ি গুলোতে এখন আর “হলুদ বাটো মেন্দি বাটো” গান বাজে না। তার বদলে কালা চশমা বাজে।অনেকে তো বাংলার সাথে সাথে হিন্দিতেও কথা বলে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা হিন্দি গানের প্রশংসা করে।বাড়িতে ২৪ ঘন্টা হিন্দি সিরিয়াল চলছে।এখন আর কেউ বাংলা ছবি দেখে না। দেখার কথা বললে বলে”বাংলা ছবি কে দেখে??” আরে বাংলা ছবি দেখবো নাতো কি দেখবো??কোথায় যাচ্ছে আমাদের বাংলা ভাষা? এটা দেখার জন্যই কি ভাষায় জন্য এতো প্রাণ দিয়েছিলাম আমরা? হিন্দি দেখো,শুনো কিন্তু বাংলাকে তো সম্মান করবে? বাংলাকে ভালোবাসো।এই ভাষাকে সম্মান করো।আমরাই পারবো নিজের ভাষাকে বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে।