বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রোববার (৩ আগস্ট) ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন বিক্রয়মূল্য ঘোষণা করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১,২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা করা হয়েছে।
নতুন এই দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এর আগে, গত ২ জুলাই ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১,৩৬৪ টাকা করা হয়েছিল। সেই সময় অটোগ্যাসের দাম প্রতি লিটার ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়।
মূল্য হ্রাসের ফলে গ্যাস ব্যবহারকারীদের জন্য সামগ্রিক ব্যয় কমবে এবং এটি গৃহস্থালি ও যানবাহন খাতে উপকারী প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।