আগামী ডেস্কঃ
আজ ২০ জুলাই , ২০১৭ তে পর্দা উঠছে দক্ষিণাঞ্চলের তরুণদের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম ‘ইয়ুথ ফেস্ট ২০১৭’ এর । ৪র্থ বারের মত প্রধান আয়োজকের দায়িত্ব পালন করছে বরিশাল ইয়ূথ সোসাইটি – বিওয়াইএস । বিকাল ৪টায় বরিশাল শে.রে.ই বাংলা মেডিকেল কলেজ অডিটরিয়াম এ প্রায় ২০০০ তরুণদের তারুণ্যের জয়গানে মুখরিত ছিল কীর্তনখোলার শহর বরিশাল। বিওয়াইএস এর ফাউন্ডার ফায়েজ বেলাল এর সঞ্চালনায় ২০০০ তরুণদের সাথে কন্ঠ মিলাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ-বিএমপি এর পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল শে.রে.ই বাংলা মেডিকেল কলেজ এর পিন্সিপাল অধ্যক্ষ ডাঃ ভাষ্কর সাহা এবং বিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) উত্তম কুমার পাল, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বরিশালে তরুণদের অবিভাবক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এছাড়াও অনুপ্রেরণাদায়ী বক্তব্য প্রদান করেছে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক । অনুষ্ঠানের শেষভাগে পারফর্ম করেছে জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ এবং পাওয়ার ব্যান্ড ।
এর পূর্বে সকালে হোটেল গ্রান্ড পার্কে “উদ্যক্তা সৃষ্টি হলে দূর হবে বেকারত্ব” সেমিনারের মাধ্যমে অনুষ্ঠানমালা শুরু করেন ইঞ্জিনিয়ার মানিকুজ্জামান। এছাড়াও ২১ জুলাই প্লান ইন্টারন্যশনাল বাংলাদেশ এর সহযোগীতায় হোটেল গ্রান্ড পার্কে “ইন্ডিং জেন্ডার ভায়োলেন্স” এর সেমিনারের মধ্য দিয়ে শেষ হয়েছে ইয়ুথ ফেস্ট-১৭।
অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগীতা করছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কার্যালয়, বরিশাল সিটি কর্পোরেশন, তারুণ্যের প্রদীপ, উদ্যক্তাসংস্থা, এবং প্লাটিনাম স্পনসার হিসেবে ভিষন ইলেক্ট্রনিক্স, গোল্ডেন স্পনসার হিসেবে মেসার্স মাহিমা এন্টার প্রাইজ এবং রাহাত আনোয়ার হসপিটাল, সিলভার স্পোনসার হিসেবে গ্লোবাল ভিলেজ ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি কোচিং সেন্টার-ইউসিসি।