Home বাংলাদেশ জাতীয় আবু সাঈদ হত্যা: অভিযোগ গঠনের আদেশ ৬ আগস্ট

আবু সাঈদ হত্যা: অভিযোগ গঠনের আদেশ ৬ আগস্ট

0
ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বুধবার (৩০ জুলাই) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

মামলায় পলাতক ২৪ জনসহ মোট ৩০ জন আসামি রয়েছেন। এর মধ্যে ছয়জন বর্তমানে কারাগারে আছেন। আদালতে ওই ছয়জনকে প্রিজনভ্যানে করে হাজির করে পুলিশ। তারা হলেন—এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর মো. শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে চারজন আইনজীবী শুনানিতে অংশ নেন। প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, গাজী এমএইচ তামিম, মিজানুল ইসলাম, মঈনুল করিম ও আবদুস সাত্তার পালোয়ান।

এর আগে ২৮ জুলাই অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ হয়। প্রসিকিউশন প্রায় দুই ঘণ্টাব্যাপী শুনানিতে মামলার পটভূমি, অভিযোগের ধরন ও প্রমাণ উপস্থাপন করেন। ট্রাইব্যুনাল জানায়, পলাতক ২৪ জন আসামির বিরুদ্ধে শুনানি চলবে এবং তারা আদালতে হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানাও বহাল রয়েছে।

এ মামলার পটভূমিতে জানা যায়, গত ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা এবং ৩০ জুন তা আনুষ্ঠানিকভাবে আমলে নেয় ট্রাইব্যুনাল। এরপর পলাতক আসামিদের গ্রেফতারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version