আন্দোলনরত ছাত্রদের দাবি এখন শুধু কোটা সংস্কারইই নয়। বরং তারা এখন নিরাপদ ক্যাম্পাসের দাবিতেও আন্দোলন করছে। বিভিন্ন হলের গেট বন্ধ করে দেয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগওও বিচ্ছিন্ন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সহিংসতা ক্রমশ বেড়েই চলেছে। সকল মিডিয়াকর্মীদের ক্যাম্পাস থেকে সরিয়ে নেয়া হয়েছে। বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে, ছাত্রদের উপর আততায়ী কতৃক হামলা হতে পারে। নীলক্ষেত এলাকায় রামদা হাতে বহিরাগতদের ক্যাম্পাসের দিকে যেতে দেখা গেছে। তবে কি আরও একটি কালো রাতের মুখোমুখি হতে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়?