বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এর ওপর হামলাকারী ফয়জুরের বাবা-মা আত্মসমর্পণ করেছেন।
রোববার রাত পৌনে ১১টার দিকে সিলেট মহানগরের জালালাবাদ থানায় আত্মসমর্পণ করেন। ফয়জুরের বাবা আতিকুর রহমান এবং মা মিনারা বেগম।
এর আগে ফয়জুর রহমানের গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তার চাচা ও মাামাকে গেফতার করেন র্যাব।
শনিবার (৩ মার্চ) বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে হামলার শিকার হন জাফর ইকবাল। এ ঘটনায় তাৎক্ষণিক হামলাকারী ফয়জুর কে আটক করা হয়।