রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই ও আগস্ট মাসে দাফন করা অজ্ঞাতপরিচয় মরদেহগুলো শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে আজ সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টায় উত্তোলনের কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত আজ মরদেহ উত্তোলন ও ডিএনএ প্রোফাইল সংরক্ষণের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, “ডিএমপির সিদ্ধান্ত অনুযায়ী আজকের লাশ উত্তোলনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তারিখ নির্ধারণ করে গণমাধ্যমকে জানানো হবে।”
এর আগে, ডিএমপির তরফ থেকে জানানো হয়, আদালতের অনুমতি নিয়ে রায়েরবাজারে দাফন হওয়া অজ্ঞাতনামা মরদেহগুলো উত্তোলন করে ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের পরিকল্পনা ছিল।
গত ২ আগস্ট রায়েরবাজার গণকবর পরিদর্শন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এখানে দাফন হওয়া অনেক মরদেহের পরিচয় পাওয়া যায়নি। আমাদের লক্ষ্য তাদের শনাক্ত করা। এতদিন পরিবারগুলো রাজি না থাকলেও এখন তারা সম্মতি দিয়েছেন।”
তিনি আরও জানান, “এখানে প্রায় ১১৪টি কবর রয়েছে। মরদেহগুলো ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রয়োজনে মরদেহগুলো পরিবারকে হস্তান্তরের ব্যবস্থাও রাখা হবে।